সবার জন্য নিরাপদ খাবার নিশ্চিত করার লক্ষ্যে মর্নিং ফ্রেশ (ওয়েল ফুড) পরিচালকের সাথে সিলেট বিভাগে পরিবেশকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার মহানগরীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ওয়েল ফুড সেলস উপ মহাব্যবস্থাপক মো হাসানুজ্জামান মজুমদার। প্রধান অতিথি ছিলেন ওয়েল ফুড গ্রুপের পরিচালক সৈয়দ আসিফ হাসান। বক্তব্য রাখেন এরিয়া ম্যানেজার মো আব্দুর রাজ্জাক, শাহ গ্লোবাল বিডি হেড অব অপারেশন শাহদাত হোসেন ও হেড অব ফিন্যান্স জালাল আহমদ। ওয়েল ফুড এজিএম মো মেজবাউল রহমান জোসেফের পরিচালনায় পরিবেশকদের মধ্যে বক্তব্য রাখেন মৌলভীবাজারের সুজিত দাস সাজু, সুনাগঞ্জের প্রদীপ কান্তি দাস, শিবগঞ্জের মো তারেক রহমান, শ্রীমঙ্গলের মো ওসমান গনী, বন্দরবাজারের মো আশিক উদ্দিন, গোলাগঞ্জের মো তাজুল ইসলাম, তাজপুরের মো আলম মিয়া, ছাতকের সিন্টু দাস, কুলাউড়ার মাহমুদুর রহমান, বড়লেখার আব্দুল খালেক, আম্বরখানার জালাল আহমদ প্রমুখ।
Leave a Reply