নিজস্ব প্রতিবেদক : ওয়ালটন প্লাজায় থেকে চুরি হওয়া প্রায় ৬ লাখ টাকার মালামাল সহ একজনকে গ্রেফতার
সিলেট মহানগরীর তালতলায় ওয়ালটন প্লাজা থেকে চুরি হওয়া প্রায় ৬ লাখ টাকার মালামাল সহ একজনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম সোহাগ আহমেদ। তার পিতার নাম জয়নাল আহমদ। বাড়ি সুনামগঞ্জ শহরের হাছননগর এলাকায়।
সোমবার বিকেলে সিলেট কোতয়ালি মডেল থানায় এক সংবাদ সম্মেলনে মহানগর পুলিশের সহকারী কমিশনার সাদেক কাওসার দস্তগীর জানান, বিকেলে মহানগরীর জিন্দাবাজারে রাজমনি আবাসিক হোটেল থেকে সোহাগ আহমেদক চোরাই মালামাল সহ গ্রেফতার করা হয়।
মালামালের মধ্যে রয়েছে, ২৯টি ওয়ালটন স্মার্ট ফোন, ৬টি ল্যাপটপ, ৪টি চার্জার লাইট, ১টি কম্পিউটার, ১টি হেয়ার ড্রায়ার ও সিসি ক্যামেরার ডকুমেন্টস। রবিবার এসব মালামাল চুরি হয়।
সংবাদ সম্মেলনে কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গৌসুল হোসেনও উপস্থিত ছিলেন।
Leave a Reply