বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সিলেট জেলা কমিটির উদ্যোগে বুধবার বিকেলে মহানগরীর কোর্ট পয়েন্টে সন্ত্রাস বিরোধী দিবস উপলক্ষ্যে ও জননেতা কমরেড রাশেদ খান মেনন হত্যা প্রচেষ্টাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
১৯৯২ সালের এই দিনে তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের শাসনামলে কমরেড রাশেদ খান মেনন এমপিকে হত্যার উদ্দেশে তার উপর গুলি বর্ষণ ও অতর্কিতে হামলা চালানো হয়।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি কেন্দ্রীয় সদস্য ও সিলেট জেলা সভাপতি কমরেড সিকান্দর আলীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তারা বলেন, যারা এ দেশকে একটি জঙ্গিবাদী রাষ্ট্রে পরিণত করতে চায় তারাই এ হত্যা প্রচেষ্টা চালায়।
জেলা ওয়ার্কার্স পার্টির সদস্য ও জেলা যুব মৈত্রীর সাধারণ সম্পাদক আলমগীর হোসেন রুমেলের সঞ্চালনায় এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন, ওয়ার্কার্স পার্টির জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড দীনবন্ধু পাল, আব্দুল্লাহ খোকন, দক্ষিণ সুরমা সভাপতি রুহুল আমিন, জাতীয় শ্রমিক ফেডারেশনের জেলা সহসভাপতি মুহিতুস চৌধুরী প্রসাদ, সাংগঠনিক সম্পাদক অজিত দেবনাথ, জেলা যুব মৈত্রী সহসভাপতি সেলিম আহমেদ, সহসাধারণ সম্পাদক বিপ্রদাশ বিশু বিক্রম এবং জেলা ছাত্র মৈত্রীর সভাপতি ও কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক মাসুদ রানা চৌধুরী।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply