বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ৫০ বছর পূর্তি উপলক্ষে সিলেট জেলা শাখার উদ্যোগে ‘মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক জনগণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করি’ প্রতিপাদ্য বিষয়ককে সামনে রেখে সুবর্ণজয়ন্তী উৎসব উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার বিকেলে মহানগরীর একটি কমিউনিটি সেন্টারে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিলেট জেলা সভাপতি কমরেড সিকান্দার আলীর সভাপতিত্বে ও জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড দীনবন্ধু পালের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, জেলা কমিটি সদস্য মুহিতোস চৌধুরী প্রসাদ, অজিত দেবনাথ, কাজী আলফাজ হোসেন, মিলন উরাও, জেলা যুব মৈত্রীর সাধারণ সম্পাদক আলমগীর হোসেন রুমেল, জেলা ছাত্র মৈত্রীর সভাপতি মাসুদ রানা চৌধুরী, সাধারণ সম্পাদক সালেহ আহমেদ, শ্রমিক নেতা আব্দুস সালাম, রুহুল আমিন, জাহাঙ্গীর আলম দুলাল, আব্দুস শহিদ, আকলিমা আক্তার, মবশ্বির আলী, লাকি আক্তার, সালেহ আহমেদ, বিজয় করিম, অরুণ দাস, জামাল আহমেদ প্রমুখ।
সভাপতির বক্তব্যে কমরেড সিকান্দার আলী বলেন, সমাজতন্ত্রের পথে বাংলাদেশ এগিয়ে নেই। এদেশে কমিউনিস্টরা কখনও অনুকূল পরিবেশে কাজ করতে পারেনি। সেই অবিভক্ত ভারতে যেমন ছিল, পাকিস্তান আমলে আরও বেশি প্রতিকূল পরিবেশ ছিল।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply