বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সিলেট জেলা কমিটির উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে।
১৯৯২ সালের ১৭ আগস্ট ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সভাপতি বেসামরিক পরিবহণ ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেননকে হত্যার উদ্দেশ্যে ঢাকায় তার উপর গুলি চালানো হয়।
সেই থেকে ওয়ার্কার্স পার্টি দিনটিকে সন্ত্রাস প্রতিরোধ দিবস হিসেবে পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেটে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।
বিক্ষোভ সমাবেশ সফল করার লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে বিকেল ৪টার মধ্যে মহানগরীর পৌরবিপণি সংলগ্ন সন্ধ্যা বাজারে ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে জামায়েত হওয়ার আহবান জানিয়েছেন দলের জেলা সভাপতি কমরেড আবুল হোসেন ও সাধারণ সম্পাদক কমরেড সিকান্দর আলী।
Leave a Reply