নিজস্ব প্রতিবেদক : মহান মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানীর জীবন নিয়ে নির্মিত প্রথম প্রামাণ্যচিত্রের প্রদর্শনী রবিবার বিকেলে সিলেটে অনুষ্ঠিত হয়েছে।
ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের সাবেক প্রধান ইকবাল বাহার চৌধুরী এই প্রামাণ্যচিত্রটি নির্মাণ করেছেন।
বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানী ট্রাস্টের উদ্যোগে জেলা পরিষদ মিলনায়তনে এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
প্রদর্শনী উপলক্ষে আয়োজিত আলোচনা পর্বে বক্তব্য রাখেন মহান মুক্তিযুদ্ধের সাব সেক্টর কমান্ডার মেজর জেনারেল (অব) আজিজুর রহমান বীর উত্তম, মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মেজর জেনারেল (অব) হেলাল মুর্শেদ বীর বিক্রম, কর্নেল (অব) আব্দুস সালাম, বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানী ট্রাস্টের মহাসচিব আব্দুল বাসেত ও সেক্টর কমান্ডার্স ফোরামের সহ সভাপতি আলী ইসমাইল। এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক সচিব মোফাজ্জল করিম, সিলটিভির পরিচালক জুবায়ের আহমদ চৌধুরী, মুক্তিযোদ্ধা সংসদ মহানগর কমান্ডার ভবতোষ রায় বর্মন রানা, মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান মানিক, মুক্তিযোদ্ধা আব্দুল বাছিত, মুক্তিযোদ্ধা কুটি মিয়া প্রমুখ।
Leave a Reply