নিজস্ব প্রতিবেদক : মহান মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানীর জন্ম শতবার্ষিকী উদযাপনে ৩ মাসব্যাপী কর্মসূচি ঘোষণা উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় করা হয়েছে।
বুধবার দুপুরে বঙ্গবীর ওসমানী জন্মশতবার্ষিকী উদযাপন পরিষদ মহানগরীর জেল রোডে একটি অভিজাত হোটেলে এর আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন, জাতীয় অধ্যাপক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার ডা এম এ মালিক।
উদযাপন পরিষদের কো চেয়ারম্যান নর্থ ইস্ট ইউনিভার্সিটির উপাচার্য ড আতফুল হাই শিবলির সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন, ভাইস চেয়াম্যান নওশাদ আহমদ চৌধুরী, সদস্য সচিব ও প্রধান সমন্বয়ক মুহাম্মদ ফয়জুর রহমান, অ্যাডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম শাহীন ও যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মুজিবুর রহমান চৌধুরী।
পরিচালনায় ছিলেন, বাংলা টিভির ব্যুরো প্রধান আবু তালেব মুরাদ।
Leave a Reply