ওয়ার্ল্ডভিশন বাংলাদেশের সিলেট এরিয়া কো-অর্ডিনেশন অফিসের সিনিয়র ম্যানেজার কাজল এ দ্রং বলেছেন, পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিজের জীবনকে পরিচালনা করতে হবে।
সিলেটে কমিউনিকেশন ফর ডেভেলপমেন্ট সম্পর্কে শিশু ও যুবদের নিয়ে ওয়ার্ডভিশন বাংলাদেশ আয়োজিত দুই দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণের প্রথম দিনে উদ্বোধন পর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
কাজল এ দ্রং আরও বলেন, অর্জন কখনও হারায়না। তাই জ্ঞান অর্জন করতে হবে। যে খবর মানুষকে এগিয়ে যেতে উৎসাহিত করে-উজ্জীবিত করে তাই তুলে এনে প্রকাশ করলে সমাজ ও দেশ উপকৃত হয়।
ওয়ার্ল্ডভিশন বাংলাদেশের মাধ্যমে শিশুদের যে উন্নয়ন হচ্ছে-সমাজের যে উপকার হচ্ছে সেই অর্জনগুলো গণমাধ্যমে তুলে ধরার ওপর তিনি গুরুত্ব আরোপ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাটিভির বিশেষ প্রতিনিধি জ্যেষ্ঠ সাংবাদিক আল আজাদ। এছাড়াও ওয়ার্ল্ডভিশন বাংলাদেশের গোয়াইনঘাট উপজেলা প্রোগ্রাম ম্যানেজার সেবারতিন আরেং সহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণ পর্বে প্রশিক্ষক আল আজাদ গণমাধ্যম, সাংবাদিকতা, সাংবাদিকতায় নীতি-নৈতিকতা, সাংবাদিকের গুণাগুণ, তথ্য সংগ্রহ, সংবাদ লেখার কৌশল, সংবাদ বিজ্ঞপ্তি তৈরি, ছবির গুরুত্ব, তথ্য অধিকার আইন ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। সংবাদদাতা
Leave a Reply