সিলেট মহানগরীর বালুচরে ভুমিখেকো চক্রের কবল থেকে আদিবাসী ওঁরাও সম্প্রদায়ের পৈতৃক ভূমি রক্ষার জন্য প্রশাসনসহ সবাইকে এগিয়ে আসতে প্রগতিশীল রাজনৈতিক নেতৃবৃন্দ আহবান জানিয়েছেন।
সোমবার বিকেলে ওঁরাও জনগোষ্ঠী, ভূমি রক্ষা কমিটি, সিলেটের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিগণ ঘটনাস্থল পরিদর্শনকালে এই আহবান জানান।
এ সময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা জাসদ সভাপতি লোকমান আহমদ, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এমাদ উল্ল্যাহ শহিদুল ইসলাম, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড ধীরেন সিংহ, ওয়ার্কার্স পার্টির সভাপতি সিকান্দর আলী, বাসদ (মার্ক্সবাদী) আহবায়ক উজ্জ্বল রায়, বাসদ সমন্বয়ক আবু জাফর, সিপিবির সাধারণ সম্পাদক খায়রুল হাছান, গণতন্ত্রী পার্টির সহসভাপতি গুলজার আহমদ, সাম্যবাদী আন্দোলনের সমন্বয়ক সুশান্ত সিনহা সুমন, বাপার সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম, সুপ্রীম কোর্টের আইনজীবী গোলাম সোবহান চৌধুরী দিপন, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছামির মাহমুদ, বাসদ জেলা সদস্য প্রণব জ্যোতি পাল, সাম্যবাদী আন্দোলনের নেতা অ্যাডভোকেট রনেন সরকার রনি, আদিবাসী ফোরামের সভাপতি গৌরাঙ্গ পাত্র, ওঁরাও সম্প্রদায়ের ভূমি রক্ষা কমিটির সদস্য সচিব লক্ষীকান্ত সিংহ, অ্যাডভোকেট উজ্জ্বল রায়, অ্যাডভোকেট দেবব্রত চৌধুরী লিটন, ছাত্র মৈত্রীর সভাপতি মাসুদ রানা প্রমুখ।
পরিদর্শনকালে নেতৃবৃন্দ বলেন, নিরীহ ওঁরাও সম্প্রদায়ের ভূসম্পত্তি গত শতাব্দির আশির দশক থেকে এই এলাকায় বসবাসরত চিহ্নিত একটি ভূমিদস্যু দুর্বৃত্তচক্র আত্মসাৎ করার লক্ষ্যে নানাবিধ অপতৎপরতায় লিপ্ত হয়। তারা ইতোমধ্যে বিপুল সংখ্যক ওঁরাও পরিবার-পরিজনকে তাদের সমুদয় সহায় সম্পত্তি ও বসতভিটা থেকে অন্যায় ও নৃশংসতার মাধ্যমে সম্পূর্ণভাবে উচ্ছেদ করে দিয়েছে। বর্তমানে ১৫/২০টি পরিবার অত্যন্ত বিপদজনক ও মানবেতর জীবনযাপনের মাধ্যমে সেখানে টিকে আছে; কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, চিহ্নিত ও ঘৃণিত ঐ ভূমিদস্যু দুর্বৃত্তচক্র এবং তাদের লেলিয়ে দেওয়া বাহিনী অতি সম্প্রতি ওঁরাও সম্প্রদায়ের অসহায় মানুষদের তাদের বসতভিটা থেকে সম্পূর্ণভাবে উচ্ছেদ করে দিতে উঠেপড়ে লেগেছে। ওঁরাও সম্প্রদায়ের পক্ষ থেকে শাহপরান (র) থানায় একটি ও জেলা জজ আদালতে একাধিক মামলা চলমান রয়েছে।
নেতৃবৃন্দ সময়ক্ষেপণ না করে রাষ্ট্রের পক্ষে দায়িত্বশীল সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে জরুরি ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে ওঁরাও সম্প্রদায়ের অসহায় মানুষদের রাষ্ট্রের সংবিধান স্বীকৃত অধিকার, ক্ষমতা ও তাদের অস্তিত্ব রক্ষার ন্যূনতম ব্যবস্থা গ্রহণের দাবি জানান।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply