নিজস্ব প্রতিবেদক : একাত্তরের সাতই মার্চ। ঢাকার উত্তপ্ত রাজপথে জনতার স্রোত। কণ্ঠে স্লোগান, ‘তোমার আমার ঠিকানা, পদ্মা মেঘনা যমুনা’ ‘বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো’ ‘জয়বাংলা’। গন্তব্য রেসকোর্স ময়দান। সেখানে যে ইতিহাসের নতুন অধ্যায় রচিত হবে।
পড়ন্ত বিকেল। অপেক্ষমান জনসমুদ্র। গর্জে উঠছে লাখো কণ্ঠ। স্লোগানে কাঁপছে আকাশ বাতাস। এমন দৃশ্য কখনো দেখেনি কেউ। যমদূত দুয়ারে খাড়া। তবু ভয়-শংকাহীন অগণিত নর-নারী-শিশু। কারণ অন্তরে বাজছে, ‘উদয়ের পথে শুনি কার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই।’
এক সময় সকল প্রতীক্ষার অবসান ঘটিয়ে
‘শত বছরের শত সংগ্রাম শেষে,
রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে
অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন।
তখন পলকে দারুণ ঝলকে তরীতে উঠিল জল,
হৃদয়ে লাগিল দোলা, জনসমুদ্রে জাগিল জোয়ার
সকল দুয়ার খোলা। কে রোধে তাহার বজ্রকন্ঠ বাণী?
গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তাঁর অমর কবিতাখানি
এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।
সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের।’
কিন্তু মুক্তি লাভ এখনো হয়নি। তাই এবারের ঐতিহাসিক সাতই মার্চে জাতি সন্ত্রাস, সাম্প্রদায়িকা ও জঙ্গিবাদ সহ স্বাধীনতা বিরোধী সকল চক্রান্তের জাল ছিন্ন করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠার দৃপ্ত শপথ গ্রহণ করেছে। সারা দেশে বাঙালির ইতিহাসের এ অনন্য দিনটি উদযাপিত হয়েছে নানা আয়োজনে। সিলেটেও এ উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করা হয়।
সিলেটে মঙ্গলবার সকালে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠন এবং মহানগর মুক্তিযোদ্ধা সংসদ সিলেট কেন্দ্রীয় শহীদমিনারে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ সদস্য বদর উদ্দিন আহমদ কামরান, জেলা সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, জাতিসংঘে সাবেক স্থায়ী প্রতিনিধি ড এ কে আব্দুল মোমেন প্রমুখ।
Leave a Reply