জয়ন্ত কুমার দাস : বৈশ্বিক মহামারি করোনার ভয়াবহতার কারণে পবিত্র ঈদের নামাজ আদায় করতে না পারার দুঃখবোধ ঝেড়ে ফেলে ঈদ আনন্দের পূর্ণ আমেজ উপভোগ করতে সূর্যোদয়ের পর থেকেই ঐতিহাসিক শাহী ঈদগা অভিমুখী জনস্রোত এগিয়ে যেতে থাকে। এ যেন এক ধরনের প্রতিযোগিতা। কত আগে পৌঁছা যায়। যদি জায়গা না মিলে-সবার মধ্যে যেন এ আশংকা বিরাজ করছিল।
শেষপর্যন্ত কানায় কানায় পূর্ণ হয়ে গেলো সুরমাপারে ঐতিহ্যের স্মারক শাহী ঈদগা ময়দান। আসলেই তিল ধারণের ঠাঁই ছিলনা। তবে সবই ছিল সুশৃঙ্খল। আইনশৃঙ্খলা বাহিনী ছিল সতর্ক। স্বেচ্ছাসেবকরা ছিলেন কর্তব্যপরায়ণ। ফলে মিঠেকড়া রোদের পরশ গায়ে মেখে মহানগর ছাড়িয়ে দূর-দূরান্ত থেকে ছুটে আসা মুসল্লিরা চমৎকার পরিবেশে নামাজ আদায় করেন।
সকাল সাড়ে ৮টায় শাহী ঈদগায় ঈদুল ফিতরের নামাজ আদায় করেন, পরররাষ্ট্রমন্ত্রী, সিলেট-১ আসনের সাংসদ ড এ কে আব্দুল মোমেন, সিলেট-৩ আসনের সাংসদ হাবিবুর রহমান হাবিব, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, আওয়ামী লীগের জেলা ভারপ্রাপ্ত সভাপতি, সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী, সহসভাপতি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আশফাক আহমদ ও মহানগর সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন সহ অন্যান্য রাজনীতিবিদ এবং সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ ও সর্বস্তরের মানুষ।
পরে দেশ ও জাতির সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।
Leave a Reply