সিলেটে এয়ার এশিয়ার নিজস্ব কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
রবিবার দুপুরে মহানগরীর জেল রোডে আনন্দ ভবনে এই কার্যালয় উদ্বোধন করেন, এয়ার এশিয়ার নির্বাহী চেয়ারম্যান দাতুক কামাল উদ্দিন মিরানুন।
এ সময় উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের বাংলাদেশ জিএসএ চেয়ারম্যান কে এম মুজিবুল হক, ভাইস চেয়ারম্যান শেখ মামুনুল হক, প্রধান নির্বাহী কর্মকর্তা মোর্শেদুল চাকলাদার ও সিলেট পিএসএর প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার সিপার আহমদ। এছাড়াও উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, সিটি কাউন্সিলর আব্দুল মুহিত জাবেদ, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক হিজকিল গুলজার, সিলটিভির প্রধান সম্পাদক আল আজাদ, সিলেট স্টেশন ক্লাবের সভাপতি অ্যাডভোকেট ই ইউ শহিদুল ইসলাম শাহিন ও জ্যেষ্ঠ সাংবাদিক খালেদ আহমদ।
Leave a Reply