নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগরীর কাজিটুলা এলাকায় মোবাইল ফোন কোম্পানি এয়ারটেলের কার্যালয় থেকে চুরি হওয়া ২ লাখ টাকা ও ১৪টি হাওয়াই ট্যাব সহ ২ জনকে পুলিশ গ্রেফতার করেছে।
সোমবার বিকেলে মহানগরীর মাছিমপুর শুটকিবাজারের পাশের কলোনি থেকে আরিফ আলী ও জামিলা খাতুন নামের ২ জনকে সিলেট কোতয়ালি মডেল থানা পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়। আরিফ আলী ও জামিলা খাতুন সম্পর্কে জামাই ও শাশুড়ি।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের ১০টি মোবাইল চার্জার এবং চুরির কাজে ব্যবহৃত সরঞ্জামাদিও উদ্ধার করা হয়।
৯ জুন এয়ারটেলের ঐ অফিসে চুরি হয়।
এ ব্যাপারে সিলেট মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়।
Leave a Reply