নিজস্ব প্রতিবেদক : সিলেটে ‘এ্যাকশন প্ল্যান ডেভেলপমেন্ট’ বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এর আয়োজন করে ইউনিসেফ। সহযোগিতায় ছিল সিলেট বিভাগীয় প্রাথমিক শিক্ষা বিভাগ।
সোমবার সকালে মহানগরীর আম্বরখানায় একটি অভিজাত হোটেলে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকরা অংশ নেন।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষা বিভাগের পরিচালক (পরিকল্পনা ও অপারেশন) সঞ্জয় কুমার চৌধুরী। সভাপতিত্ব করেন প্রাথমিক শিক্ষা বিভাগের উপ পরিচালক তাহমিনা খাতুন। এছাড়াও ইউনিসেফ প্রতিনিধি কাজী দিল আফরোজ সহ অন্যরা উপস্থিত ছিলেন।
Leave a Reply