NEWSHEAD

সিলেটে এস রীনা দেবীর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার দাবি

Published: 13. Jan. 2020 | Monday

সিলেটের সমাজ ও মানবাধিকার কর্মী এস রীনা দেবীর বিরুদ্ধে দায়েরকরা অপহরণ মামলা প্রত্যাহার ও অভিযোগকারীর বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন করা হয়েছে।
রবিবার সকালে সিলেট কেন্দ্রীয় শহিদমিনারের সামনে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও মানবাধিকার সংগঠনের কর্মীদের অংশগ্রহণে এ কর্মসূচি পালন করা হয়।
মনিপুরী যুব সমিতির সভাপতি ধীরেন সিংহের সভাপতিত্বে ও মানবাধিকার কর্মী সমেন্দ্র সিংহের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, সুজন সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, ব্লাস্ট কোঅর্ডিনেটর অ্যাডভোকেট ইরফানুজ্জামান চৌধুরী, সাংবাদিক ইকরামুল কবির, বাপা সাধারণ সম্পাদক আব্দুল করিম কীম, মনিপুরী সাহিত্য সংসদের সভাপতি কবি এ কে শেরাম, শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক তাহমিনা ইসলাম, এসপিএসের সভাপতি ফরিদ আহমদ, বাংলাদেশ দলিত জনগোষ্ঠী অধিকার আন্দোলনের উপদেষ্টা লুৎফুর রহমান ও মানবাধিকার কর্মী লক্ষিকান্ত সিংহ।
বক্তারা এস রীনা দেবীর বিরুদ্ধে দায়ের করা মামলাকে মিথ্যা দাবি করেন।

Share Button
January 2020
M T W T F S S
« Dec    
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

দেশবাংলা