নিজস্ব প্রতিবেদক : এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড মো মফিজুর রহমান বলেছেন, বাংলাদেশে জনসংখ্যার দিক দিয়ে নারীরা এগিয়ে থাকলেও কর্মক্ষেত্রে এখন পর্যন্ত পিছিয়ে; কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা চান, নারীরা এগিয়ে আসুন। তাই এসএমই ফাউন্ডেশনসহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
এসএমই ফাউন্ডেশনের উদোগে ও সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহযোগিতায় আয়োজিত ন্যাচারাল ডাইং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
শুক্রবার থেকে সিলেট মহিলা বিষয়ক অধিদপ্তর ভবনে পাঁচ দিনব্যাপী এ কর্মশালা শুরু হয়েছে।
উদ্বোধন পর্বে বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ। সভাপতিত্ব করেন সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি স্বর্ণলতা রায়। সংগঠনের সহসভাপতি লুবানা ইয়াসমিনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, প্রশিক্ষক অয়ন ক্র্যাফটসের স্বত্বাধিকারী ন্যাচারাল ডাইং বিশেষজ্ঞ নাইমা ইসলাম।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক তাসমিন আক্তার, রাবেয়া আক্তার রিয়া ও তপতি দাস।
প্রধান অতিথি এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড মো মফিজুর রহমান বলেন, নারীদেরকে পিছনে ফেলে রেখে দেশকে এগিয়ে নেওয়া যায়না। বাংলাদেশকে নারী-পুরুষের সম্মিলিত প্রচেষ্টায় বঙ্গবন্ধুর স্বপ্নের সোনারবাংলা হিসেবে গড়ে তুলতে হবে।
তিনি প্রশিক্ষণে নারীদের অংশগ্রহণ বাড়ানো ও নতুন নতুন নারী উদ্যোক্তা তৈরির উপর গুরুত্ব আরোপ করেন।
বিশেষ অতিথি সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ বলেন, পঁচাত্তরে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর নুইয়ে পড়া বাংলাদেশ বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে আবার মাথা তুলে দাড়িয়েছে।
তিনি বলেন, নারীদের আর পিছিয়ে থাকা নয়-এগিয়ে যাওয়ার সময় এখন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই পথ তৈরি করে দিয়েছেন।
সভাপতির বক্তব্যে সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি স্বর্ণলতা রায় বলেন, সিলেটে নারী উদ্যোক্তারা নতুন নতুন পরিকল্পনা নিয়ে অগ্রসর হতে চান। এ জন্য সরকারি সহায়তা প্রয়োজন। আরও প্রশিক্ষণের ব্যবস্থা নিতে হবে।
তিনি জানান, সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের মানুষদের কর্মসংস্থানের সুযোগ করে দিতে প্রশিক্ষণ দিয়ে থাকে।
এই প্রশিক্ষণে ৩০ জন নারী অংশগ্রহণ করছেন।
দিনাজপুর উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি জান্নাতুস সাফা শাহীনূর প্রশিক্ষণ কর্মশালা পরিদর্শন করেন।
Leave a Reply