সিলেট এয়ার লাইনস ক্লাবের উদ্যোগে এবং সিলেট সিটি করপোরেশন ও সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহযোগিতায় এভিয়েশন সেক্টর বিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে।
শুক্রবার বিকেলে মহানগরীর জেল রোডে সিলেট চেম্বার ভবনের সম্মেলন কক্ষে কর্মশালার উদ্বোধন করেন, সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ বিমানের জেলা ব্যবস্থাপক মোহাম্মদ মোস্তফা, আটাব সিলেট জোনের চেয়ারম্যান ও সিলটিভির পরিচালক আব্দুর জব্বার জলিল, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি খন্দকার সিপার আহমদ, ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন-ইমজার সভাপতি আল আজাদ, সময় টিভির ব্যুরো প্রধান ইকরামুল কবির ও ইউএস বাংলা এয়ার লাইনসের মহাব্যবস্থাপক কামরুল ইসলাম। সভাপতিত্ব করেন, এয়ারলাইনস ক্লাবের সভাপতি মারুফ আহমেদ।
কর্মশালায় বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় ৬০ জন কর্মী অংশ নিচ্ছেন।
Leave a Reply