নিজস্ব প্রতিবেদক : ‘নির্বিঘ্নে ও নিশ্চিন্তে আয়কর রিটার্ন দিন করমেলাতে’ ও ‘আয়কর প্রবৃদ্ধির মাধ্যমে সামাজিক ন্যায় বিচার ও ধারাবাহিক উন্নয়ন নিশ্চিতকরণ’ এই প্রতিপাদ্য নিয়ে সিলেটে এবারো আয়কর মেলার আয়োজন করা হয়েছে।
এ উপলক্ষে বুধবার বিকেলে মহানগরীর হাউজিং এস্টেটে কর কমিশনার কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন, কর কমিশনার আবু হান্নান দেলওয়ার হোসেন, যুগ্ম কর কমিশনার এ জি এম নূরুজ্জামান ও উপ কর কমিশনার কাজল সিংহ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ১২ নভেম্বর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত মোহাম্মদ আলী জিমনেসিয়ামে এ আয়কর মেলা অনুষ্ঠিত হবে।
এ বছর সিলেট কর অঞ্চলে ৩৫ জন শ্রেষ্ঠ করদাতার পুরস্কার পাচ্ছেন-এ তথ্য জানিয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, বিভাগের চার জেলায় দীর্ঘ মেয়াদী কর প্রদানকারী হিসেবে ১০ জন, সর্বোচ্চ কর প্রদানকারী হিসেবে ১৫ জন পুরুষ ও ৫ জন নারী এবং সর্বোচ্চ কর প্রদানকারী হিসেবে ৪০ বয়সের কমবয়সী ৫ জনকে জাতীয় রাজস্ব বোর্ড এ সম্মাননা প্রদান করবে।
Leave a Reply