নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও রোকেয়া দিবস উপলক্ষে সিলেটে এবার বিভিন্ন ক্ষেত্রে সফল পাঁচ নারীকে জয়িতা সম্মাননা দেওয়া হয়েছে।
শুক্রবার সকালে আনুষ্ঠানিকভাবে অর্থনৈতিকভাবে সফল আছমা কামালী শান্ত, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সফল অধ্যাপক ডা শামছুন্নাহার বেগমে হেনা, সফল জননী ফাইমুন নেছা, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন জীবন শুরুতে সফল দিলরুবা ও সমাজ উন্নয়নে অসামান্য অবদানে সফল বিনতা দেবীর হাতে সম্মাননা সনদ ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।
এর আগে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো মজিবর রহমান। সভাপতিত্ব করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক শাহিনা আক্তার। বিশেষ অতিথি ছিলেন রোকেয়া পদক ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা পদক প্রাপ্ত সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার শাহরিয়ার বিন সেলিম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাইদুর রহমান ভূঞা, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সহসভাপতি সালমা বাছিত ও সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি স্বর্ণলতা রায়। সঞ্চালনায় ছিলেন প্রিয়াংকা দাশ রায়।
এছাড়া সকালে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে মানববন্ধন করা হয়। এতে অন্যদের মধ্যে অংশ নেন রেঞ্জ ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) জাকারিয়া, সিলেট মহানগর পুলিশ কমিশনার মো নিশারুল আরিফ ও জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।
এবার ‘সবার মাঝে ঐক্য গড়ি-নারী ও শিশু নির্যাতন বন্ধ করি’ প্রতিপাদ্য বিষয় নিয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপিত হয়েছে।
Leave a Reply