নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগর পুলিশের অভিযানে ট্রাকভর্তি প্রায় পৌণে ১২ লাখ টাকার ভারতীয় চিনি জব্দ হয়েছে। এ সময় দুজনকে আটক করা হয়।
এসএমপির তথ্য বিবরণীতে জানানো হয়েছে, শাহপরাণ (র) থানার অফিসার ইনচার্জের সার্বিক দিক নির্দেশনায় শুক্রবার, ১৪ জুন দুপুর সোয়া ১২টার দিকে এসআই (নি) মো আব্দুল আজিজ ও এএসআই (নি) কাজী পনির আহমদ সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর এলাকা থেকে আসা একটি ট্রাক সিগন্যাল অমান্য করে দ্রুতবেগে পালানোর চেষ্টাকালে পিছু ধাওয়া করে আটকে ট্রাকভর্তি পাথরের নিচে থাকা ২০০ বস্তায় ১১ লাখ ৭৬ হাজার টাকা মূল্যের চিনি জব্দ করেন।
এ সময় চোরাচালানে জড়িত ট্রাকচালক মো সালাউদ্দিন (২৮, পিতা দুরুল হুদা, বেলপুকুরিয়া, বেলপুকুর, রাজশাহী) ও তার সহকারী মো মহাশিনকে (২৪, পিতা মৃত আফাজ উদ্দিন, বহরমপুর, দুর্গাপুর, রাজশাহী) ট্রাকসহ আটক করেন।
Leave a Reply