নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি মহানগর শাখার উদ্যোগে সিলেট মহানগরী ও পার্শ্ববর্তী এলাকার জন্য ‘দারিদ্র বিমোচনে যাকাত-ফিৎরার ভূমিকা ও স্থানীয়ভাবে ফিৎরার পরিমাণ নির্ধারণ’ শীর্ষক সেমিনার সোমবার দুপুরে মধুবন সুপার মার্কেটে নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
এতে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী এবং সর্বজন শ্রদ্ধেয় মুফতিয়ানে কেরাম, উলামা মাশায়েখ, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও ইমাম-খতিবগণের উপস্থিতিতে বিভিন্ন খুচরাবাজার যাচাই করে এবারের ফিৎরার পরিমাণ নির্ধারণ করা হয়।
ইমাম সমিতির উপদেষ্টা জামেয়া ক্বাসিমুল উলম দরগা হযরত শাহজালালের (র) শায়খুল হাদিস মাওলানা মুহিব্বুল হক গাছবাড়ী সর্বনিম্ন ৫৫ টাকা, মধ্যম ৪৯৫ টাকা ও সর্বোচ্চ ১১৫৫ টাকা ফিৎরা ঘোষণা করেন।
তিনি আগামী শুক্রবার জুম্মার বয়ানে যাকাত ফিৎরা বিষয়ে আলোচনা করার জন্য মহানগরীর ইমাম-খতিবদের প্রতিও আহবান জানান।
সিলেট মহানগর ইমাম সমিতির সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাব সেমিনারে সভাপতিত্ব করেন।
Leave a Reply