নিজস্ব প্রতিবেদক : সিলেটে এক নারী সহ চেক ও স্বাক্ষর জালিয়াত চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার বিকেলে সিলেট সোনালী ব্যাংকের কর্পোরেট শাখা কর্তৃপক্ষ তাদের আটক করে পুলিশে দেয়।
সোমবার দুপুরে সিলেট মেট্রোপলিটন পুলিশ সংবাদ সম্মেলনে এ তথ্য জানায়।
আটককৃত জোহরা বেগম উরফে শারমিন উরফে ফাতেমা ঢাকার লালবাগ ও দাউদ ইব্রাহিম খিলগাঁওয়ের বাসিন্দা।
রবিবার সোনালী ব্যাংকের কর্পোরেট শাখায় এক প্রবাসীর হিসাব থেকে নয় লাখ টাকা তুলতে গিয়ে তারা ধরা পড়ে।
এর আগে এই প্রতারক চক্র সোনালী ব্যাংক সিলেট দরগা গেট শাখা থেকে ৭ লাখ টাকা ও অগ্রণী ব্যাংক জিন্দাবাজার শাখা থেকে ১০ লাখ টাকা তুলে নেয়।
পুলিশ জানায়, এ চক্রটি দীর্ঘ দিন ধরে দেশের বিভিন্ন ব্যাংক থেকে গ্রাহকের চেক ও স্বাক্ষর জালিয়াতি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। তাদের সাথে ব্যাংকের কোন কর্মকর্তা জড়িত কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
Leave a Reply