নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগরীর বাগবাড়ি এলাকা থেকে দুর্নীতি দমন কমিশন-দুদকের এক সহকারী উপ পরিদর্শকের ফাঁস লাগানো মরদেহ উদ্ধার করা হয়েছে।
রবিবার সকালে দুদক ব্যারাকের একটি কক্ষ থেকে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় প্রতিষ্ঠানের সিলেট আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তা লেহাজ উদ্দিনের মরদেহটি পুলিশ উদ্ধার করে। তিনি এ কক্ষেই থাকতেন।
পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে।
লেহাজ উদ্দিন আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। দুদক ব্যারাকে তিনি একা থাকতেন। তার স্ত্রী-সন্তানরা গাজীপুরে থাকেন।
Leave a Reply