নিজস্ব প্রতিবেদক : সিলেটে ৪৫ বছর বয়সী এক পুরুষ চিকিৎসক ‘করোনা’ আক্রান্ত হয়েছেন। তাকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে আইসোলেশন সেন্টারে নেওয়া হচ্ছে।
রবিবার সন্ধ্যায় সিলেটের সিভিল সার্জন ডা প্রেমানন্দ মণ্ডল বিষয়টি নিশ্চিত করেন।
আক্রান্ত চিকিৎসক সিলেট মহানগরীর একটি অভিজাত এলাকার বাসিন্দা। সর্দি, জ্বর ও শ্বাসকষ্টের উপসর্গ থাকায় শনিবার তার রক্তের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়েছিল। রবিবার সন্ধ্যায় তিনি কভিড-১৯ পজিটিভ বলে রিপোর্ট আসে।
তার পুরো বাসাটি লকডাউন করা হয়েছে ।
তিনি প্রবাসী সংস্পর্শে আক্রান্ত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
Leave a Reply