সিলেটে এক্সিলেন্ট ওয়ার্ল্ড এগ্রো ফুড এন্ড কসমেটিকস লিমিটেডের বর্ণাঢ্য মেগা সেলিব্রেশন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে মহানগরীর দরগাগেইট এলাকায় শহীদ সোলেমান হলে জমজমাট এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, প্রতিষ্ঠানের ডিরেক্টর অপারেশন দিপঙ্কর দেবনাথ দিপু। সভাপতিত্ব করেন, জেনারেল ম্যানেজার সুরঞ্জিত বর্মণ। বক্তব্য রাখেন, ডিরেক্টর এন্ড স্টার আতাউল করিম বাবু ও ইদ্রিস আলী জয়, সিলটিভির প্রধান নির্বাহী আল আজাদ, জেলা পরিষদ সদস্য স্যায়িদ আহমদ সুহেদ, কৃষিবিদ মাছুদ বখত চৌধুরী, উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এমরান উদ্দিন, এক্সিলেন্ট ওয়ার্ল্ড এগ্রো ফুড এন্ড কসমেটিকস লিমিটেডের জেনারেল ম্যানেজার আদনান শাহ ও আলতাফুর রহমান। পরিচালনায় ছিলেন, বদরুদ্দোজা ইমন।
অনুষ্ঠানে এজিএম কৃষিবিদ রুহুল আমীন চৌধুরী, ডা জালাল উদ্দিন ও আব্দুল কাইয়ুম, এমও এমদাদুল হক সোহাগ, আবু তাহের সুমন, লোকমান হোসেন মাজিদ ও আব্দুল মুখছিদ আক্তার এবং অর্ধশতাধিক এসওকে সেলিব্রেশন দেওয়া হয়।
Leave a Reply