নিজস্ব প্রতিবেদক : সিলেটে সম্পূরক খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান এক্সিলেন্ট ওয়ার্ল্ডের দুই কর্মকর্তা সুরঞ্জিত বর্মণ, আদনান শাহ ও আলতাফুর রহমান মহাব্যবস্থাপক পদে অভিষিক্ত হয়েছেন।
এ উপলক্ষে শনিবার বিকেলে মহানগরীর দরগা গেইট এলাকায় শহীদ সুলেমান হলে জমজমাট অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, এক্সিলেন্ট ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার এইচ রয়েল রানা। বিশেষ অতিথি ছিলেন, সিলটিভির প্রধান সম্পাদক আল আজাদ, সিলেট সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর মোহাম্মদ শাহজাহান, মিম এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা অংশীদার মনসুর আলম চৌধুরী ও হোমওয়াইজ গ্রুপের চেয়ারম্যান সাদির এন হোসেন। এছাড়াও বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তা আতাউল করিম বাবু ও বদরুদ্দোজা ইমন। সভাপতিত্ব করেন, মহাব্যবস্থাপক কামাল উদ্দিন মাস্টার। উপস্থাপনায় ছিলেন, অ্যাডভোকেট আবুল হোসেন ইমন।
Leave a Reply