নিজস্ব প্রতিবেদক : মুক্তিযুদ্ধের চেতনায় ধর্মনিরপেক্ষ মানবিক সমাজ গড়ে তুলুন-এ স্লোগান নিয়ে সিলেটে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে মহানগরীর জিন্দবাজারে মুক্তিযোদ্ধা ভবনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কাজী মুকুল। বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সাবেক সাংসদ সৈয়দা জেবুন্নেসা হক, গোলাপগঞ্জ উপজলার সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরী, মুক্তিযুদ্ধ অনুশীলনের সভাপতি ও সিলটিভির প্রধান সম্পাদক আল আজাদ, জেলা প্রেসক্লাব সভাপতি তাপস দাস পুরকায়স্থ, সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল, সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সদস্য শামসুল আলম সেলিম, জেলা সাধারণ সম্পাদক গৌতম চক্রবর্তী, সাম্যবাদী দলের পলিটব্যুরো সদস্য ধীরেন সিংহ, জেলা গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক আরিফ মিয়া, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সিকন্দর আলী প্রমুখ।
Leave a Reply