নিজস্ব প্রতিবেদক : সিলেটে একদিনে ‘করোনা’ আক্রান্ত একজন ও ‘করোনা’ উপসর্গ নিয়ে দুই জন মারা গেছেন।
তিন জনই শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার বিভিন্ন সময়ে তাদের মৃত্যু হয়।
শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের মেডিকেল অফিসার ডা জন্মেজয় দত্ত জানান, ‘করোনা’ আক্রান্ত হয়ে মারা গেছেন সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের তুরুকভাগ গ্রামের মতিন মিয়া। আর উপসর্গ নিয়ে গেছেন, সিলেট সদর উপজেলার শাহপরান এলাকার আব্বাস উদ্দিন ও খাদিমনগর এলাকার পারভিন বেগম। এ দুজনের নমুনা সংগ্রহ করা হয়েছে।
Leave a Reply