সাংস্কৃতিক প্রতিবেদক : ‘প্রমিত বাংলার শুদ্ধাচার-ভাষার মাসের অঙ্গীকার’ স্লোগান নিয়ে একদল ফিনিক্সি আয়োজিত মাসব্যাপী মাতৃভাষা চর্চা কর্মসূচি শেষ হয়েছে।
বুধবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে এ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে উপস্থিত ছিলেন, সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমদ চৌধুরী মিশু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ সভাপতি শামসুল আলম সেলিম, তথ্যচিত্র নির্মাতা নিরঞ্জন দে যাদু, আবৃত্তি শিক্ষক জ্যোতি ভট্টাচার্য, লতিফা শফি চৌধুরী মহিলা কলেজের অধ্যক্ষ আমিরুল ইসলাম খান, জেলা প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক অলিউর রহমান, সাংবাদিক গোলজার আহমদ, আবৃত্তিশিল্পী অমিত ত্রিবেদী ও কবি আয়েশা মুন্নি।
Leave a Reply