নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগরীতে একটি চক্র সিটি করপোরেশনের নাম ব্যবহার করে একজন অসুস্থ বীর মুক্তিযোদ্ধার সম্পত্তি দখলের চক্রান্তে মেতে উঠেছে।
বুধবার দুপুরে সিলেট জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে মহানগরীর শিবগঞ্জ লাকড়িপাড়া এলাকার রংধনু ৮ নম্বর বাসার স্থায়ী বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা শাহাব উদ্দিন আহমদ এ অভিযোগ করেন
লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ১২ জুন সকালে হঠাৎ দেয়াল ভাঙার শব্দে তার ঘুম ভাঙে। বাইরে গিয়ে দেখেন, একই এলাকার অধিবাসী দুদু মিয়া ১০/১৫ জন লোক নিয়ে তার বাসার দেয়াল ভেঙে ফেলছেন। এতে তিনি বাঁধা দিলে তারা জানায়, সিলেট সিটি করপোরেশনের নির্দেশে দেয়াল ভাঙা হচ্ছে। তখন তিনি সিসিকের নির্দেশনা দেখতে চাইলে তারা তার উপর হামলার চেষ্টা করে।
এছাড়া ১৮ জুন সিসিকের উন্নয়নের কাজে তিনি প্রতিবন্ধকতা সৃষ্টি করছে বলে অভিযোগ এনে তার বিরুদ্ধে মানববন্ধন করে।
বীর মুক্তিযোদ্ধা শাহাব উদ্দিন জানান, বাসার দেয়াল ভাঙার ঘটনায় তিনি শাহপরান থানায় অভিযোগ দিলে থানার ওসি ও সিসিকের ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আজাদুর রহমান আজাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ঘটনাস্থল পরিদর্শন করেন; কিন্তু তারা বিষয়টির সুরাহা করতে পারেননি। পরে তিনি সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীকে এ ব্যাপারে অবগত করলে তিনি ১৯ জুন ঘটনাস্থল সরেজমিন পরিদর্শন করে যারা দেয়াল ভেঙেছে তাদেরকে দ্রুত স্বস্থানে দেয়াল পুননির্মাণ করে দেওয়ার নির্দেশন দেন। এসময় কাউন্সিলর আজাদুর রহমান আজাদও উপস্থিত ছিলেন। প্রতিপক্ষ মেয়রের নির্দেশ মেনে নিলেও এখন পর্যন্ত দেয়াল পুননির্মাণ করে দেয়নি। উল্টো তাকে হুমকি-ধমকি দিচ্ছে।
তিনি সিসিকের উন্নয়ন কাজে প্রতিবন্ধকতা নয়-সহযোগিতা করছেন বলে সাংবাদিকদেরকে জানান।
তিনি এ ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, তার স্ত্রী আনোয়ারা বেগম, ছেলে সাকলাইন দেওয়ান রুজেদ, মেয়ে রুনা লায়লা, রুজিনা আক্তার শিপা ও সেলিনা আক্তার লুনা।
Leave a Reply