নিজস্ব প্রতিবেদক : সিলেটে উৎসবমুখর পরিবেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্যে আওয়ামী লীগ ও বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন। এ সময় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের কোন অভিযোগ পাওয়া যায়নি। তবে এক পর্যায়ে বিকল্পধারার প্রার্থী শমসের মবিন চৌধুরীর গাড়িতে কিছু যুবক লাথি মারে এবং অশালীন কিছু উক্তি করে।
শনিবার দুপুরে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সহ আওয়ামী লীগ নেতাদের সাথে নিয়ে রিটার্নিং অফিসার জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলামের কাছে মনোনয়পত্র দাখিল করেন, সিলেট-১ আসনে আওয়ামী লীগ প্রার্থী ড এ কে আব্দুল মোমেন। একই আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন ইনাম আহমদ চৌধুরী ও খন্দকার আব্দুল মুক্তাদির। অন্য কয়েকটি দলের প্রার্থীও এ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সিলেট-৬ আসনে মনোনয়নপত্র দাখিল করেন, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এ আসনে বিকল্পধারার প্রার্থী শমসের মবিন চৌধুরী এবং বিএনপি প্রার্থী ফয়সল আহমদ চৌধুরীও মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বর্তমান ও সাবেক সাংসদদের মধ্যে মনোনয়নপত্র দাখিল করেন, মাহমুদ উস সামাদ চৌধুরী, ইমরান আহমদ, দিলদার হোসেন সেলিম, শফি আহমদ চৌধুরী ও অধ্যক্ষ ফরিদ উদ্দিন চৌধুরী।
শেষ খবর পাওয়া পর্যন্ত মিলিয়ে সিলেটে ৬২ জন, সুনামগঞ্জে ৩২ জন, মৌলভীবাজারে ১৯ জন ও হবিগঞ্জে ৩৪ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
Leave a Reply