সাংস্কৃতিক প্রতিবেদক : সিলেটে উস্তাদ নিশিকান্ত শিল্পী গোষ্ঠীর বর্ষপূর্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে শিশুদের চিত্রাঙ্কণ প্রতিযোগিতা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, সিলেট সিটি করপোরেশনের প্রথম মেয়র বদর উদ্দিন আহমদ কামরান। প্রধান আলোচক ছিলেন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি আমিনুল ইসলাম লিটন। বিশেষ অতিথি ছিলেন, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আল আজাদ। এছাড়াও বাউল সংগঠক কামাল উদ্দিন রাসেল, ছড়াশিল্পী সিরাজ উদ্দিন শিরুল ও আবুল আজাদ সহ অন্যরা বক্তব্য রাখেন। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন, সাংবাদিক নূরুল হক শিপু। এছাড়া গভীর রাত পর্যন্ত শিল্পীরা বাউল গান ও আঞ্চলিক গান পরিবেশন করেন।
উস্তাদ নিশিকান্ত অনুষ্ঠান উপভোগ করেন।
Leave a Reply