নিজস্ব প্রতিবেদক : সিলেট রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা ঢাকাগামী উপবন এক্সপ্রেস ট্রেনে দুর্বৃত্তদের দেওয়া আগুনে ২৩টি আসন পুড়ে গেছে।
বুধবার, ২২ নভেম্বর রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। স্টেশন মাস্টার আবু নাসের মোহাম্মদ রাসেল অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ৩ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়ানো ছিল ট্রেনটি। হঠাৎ তাতে ধোঁয়া দেখতে পান স্টেশনে থাকা লোকজন। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
সিলেট রেলওয়ের পুলিশ সুপার শেখ শরিফুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পেট্রল দিয়ে দুর্বৃত্তরা আগুন ধরায়। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট মহানগর পুলিশ কমিশনার মো ইলিয়াছ শরীফ, অতিরিক্ত পুলিশ কমিশনার মাসুদ রানা, উপ পুলিশ কমিশনার সোহেল রেজা ও দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুদ্দোহা ঘটনাস্থল পরিদর্শন করেন।
Leave a Reply