সিলেটে উদীচী শিল্পী গোষ্ঠীর সম্মেলন প্রস্তুতি পরিষদের সভা অনুষ্ঠিত
Published: 22. Sep. 2016 | Thursday
১০ ও ১১ই নভেম্বর অনুষ্ঠিতব্য বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও জেলা সংসদের ষোড়শ জেলা সম্মেলন সফলের লক্ষ্যে প্রস্তুতি পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সন্ধ্যা ৬টায় সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রস্তুতি পরিষদের আহবায়ক কবি এ কে শেরাম। এতে বিভিন্ন উপ পরিষদ উত্থাপিত পরিকল্পনা ও বাজেট নিয়ে বিস্তারিত আলোচনা শেষে সার্বিক পরিকল্পনা ও বাজেট চূড়ান্ত করা হয়।
সভায় এবারের স্লোগান নির্ধারণ করা হয় ‘কন্ঠে মোদের কুণ্ঠাবিহীন নিত্যকালের ডাক’।
এছাড়া সভায় অবহিত করা হয় যে, সম্মেলনে প্রধান অতিথি হিসেবে কেন্দ্রীয় সভাপতি কামাল লোহানী উপস্থিত থাকবেন।
সদস্য সচিব সৈয়দ মনির হেলালের পরিচালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ সভাপতি ব্যারিস্টার মো আরশ আলী, বাদল কর, পুরঞ্জয় চক্রবর্তী, সুমিতা দত্ত, সাবিত্রী সেন, দিপীকা চক্রবর্তী, অংশুমান দত্ত অঞ্জন, মাধব রায়, অর্ধেন্দু দাশ, রজত চৌধুরী, তুলসী পাল, ধ্রুব গৌতম, অভিজিত দাশ জয়, বজলুল হালিম আবীর, স্বপ্না দেব, ইন্দ্রানী সেন, শাহনেওয়াজ সোহাগ, সন্দীপ দেব, ইয়াকুব আলী, হিমাংশু কর, ফাহমিদা এলাহী বৃষ্টি, চুমকি, স্বর্ণা, পূজা, পাপ্পু, ইমু, রাহুল ও দোলন।
সর্বাধিক পঠিত খবর
- টানা চতুর্থবার সিআইপি নির্বাচিত হলেন মাহতাবুর রহমান নাসির
- ‘ক্রীড়াই শক্তি, ক্রীড়ায় মুক্তি’ স্লোগান নিয়ে ক্রীড়া উন্নয়ন সংস্থার আত্মপ্রকাশ
- নবীগঞ্জের তন্নী হত্যাকাণ্ড : আদালতে দায় স্বীকার করেছে গ্রেফতারকৃত প্রেমিক রানু
- সিলেটে মাইটিভি কার্যালয় পরিদর্শন করলেন কণ্ঠশিল্পী মনির খান
- বিশ্বনাথ উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত