‘একসাথে চল গড়বো মোরা রাঙা দুনিয়া’ কিংবা ‘গ্রাম থেকে জেগে উঠো শহর থেকে জেগে উঠো’ এই স্লোগানে সিলেটে উদীচী শিল্পী গোষ্ঠী রুশ বিপ্লবের শতবর্ষ উদযাপন করেছে।
এ উপলক্ষে মঙ্গলবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদমিনারে সাংস্কৃতিক সমাবেশের আয়োজন করা হয়।
সংগঠনের জেলা সভাপতি কবি এ কে শেরামের সভাপত্বিতে এতে প্রধান অতিথি ছিলেন রুশ বিপ্লব শতবর্ষ উদযাপন কমিটির সদস্য সচিব সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কাশেম। বিশেষ অতিথি ছিলেন উদীচী শিল্পী গোষ্ঠীর কেন্দ্রীয় সাবেক সহ সভাপতি ব্যরিস্টার আরশ আলী।
সংগঠনের সাধারণ সম্পাদক ডা অভিজিৎ দাসের পরিচালনায় আরো উপস্থিত ছিলেন, কমিউনিস্ট পার্টির নেতা ডা বীরেন্দ্র দেব, সদর উপজেলা শিক্ষা কর্মকতা পুলিন রায়, সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমেদ মিশু, সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্ত ও যুব ইউনিয়নের সভাপতি খায়রুল আলম।
Leave a Reply