নিজস্ব প্রতিবেদক : সিলেটে জমজমাট আয়োজনে মঙ্গলবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে সিলেট বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসনের সহযোগিতায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও কনসার্টের আয়োজন করে।
বিকেল ৩টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের হয়ে মহানগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিলেট জেলা স্টেডিয়াম এলাকায় গিয়ে শেষ হয় । এতে নেতৃত্ব দেন ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার মৃণাল কান্তি দেব ও জেলা প্রশাসক রাহাত আনোয়ার।
পরে জেলা ক্রীড়া সংস্থার বাস্কেট বল মাঠে অনুষ্ঠিত হয় ‘কনসার্ট ফর আইসিটি’। এতে সিলেটের শিল্পীরা গান ও নৃত্য পরিবেশন করেন।
সব বয়সের বিপুল দর্শক-শ্রোতা জমজমাট এই অনুষ্ঠানটি উপভোগ করেন।
Leave a Reply