নিজস্ব প্রেতিবেদক : সিলেটে সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। উজানে পানি কমলেও ভাটিতে পানি বাড়ছে।
জেলা বন্যা নিয়ন্ত্রণ কক্ষ জানিয়েছে, কুশিয়ারা নদীর পানি আরো কমেছে; কিন্তু সার্বিক পরিস্থিতির কোন পরিবর্তন হয়নি। কুশিয়ারা নদী আমলসিদে এখন বিপদসীমার ৮১ সেন্টিমিটার, শেওলায় ৬৮ সেন্টিমিটার ও ফেঞ্চুগঞ্জে ১৩৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
অন্যদিকে বাড়ছে সুরমা নদীর পানি। এই নদীর পানি কানাইঘাটে ১৬ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৭৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বেড়েছে সিলেটে মহানগরী এলাকায়ও। তবে এখনো বিপদসীমার ৩ সেন্টিমিটার নিচে আছে।
সুরমায় পানি বৃদ্ধির ফলে পানি ঢুকছে সিলেট সদর ও বিশ্বনাথ উপজেলার নিম্নাঞ্চলে। সুনামগঞ্জে ইতোমধ্যে বন্যা দেখা দিয়েছে।
বন্যা কবলিত এলাকাগুলো মানুষের দুর্ভোগ বেড়েই চলেছে। এখন পর্যন্ত ত্রাণ পৌঁছেনি অনেকের কাছে। সংকট চলছে বিশুদ্ধ পানির। বন্যা দীর্ঘস্থায়ী হওয়ায় কাঁচা ও আধাপাকা বাড়িঘর দুর্বল হয়ে পড়ছে। বাড়ছে রোগ-ব্যাধি। বাড়ছে নদী ভাঙ্গনের তীব্রতা। ফলে বন্যার্তদের মনে ঘরবাড়ি ও বসতভিটা হারানোর আতঙ্ক বিরাজ করছে।
Leave a Reply