সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের ‘ওভারকামিং দ্যা ব্যারিয়ার্স ফেইসড বাই উইমেন এন্টারপ্রেনার্স’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেল ৩টায় মহানগরীর মির্জাজাঙ্গালে নির্ভনা ইন হোটেলের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো জয়নাল আবেদীন। সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি স্বর্ণলতা রায়। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডস্ট্রির সভাপতি সালাউদ্দিন আলী আহমদ, সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির সহ সভাপতি হাছিন আহমদ, এফবিসিসিআইয়ের পরিচালক শামীম আহমদ, নির্ভানা ইনের পরিচালক তাহমিন আহমদ, ও এশিয়া ফাউন্ডেশনের প্রতিনিধি মো সরিফুল ইসলাম।
এর আগে উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি গঠনের প্রেক্ষাপট তুলে ধরে সচিত্র প্রতিবেদন উপস্থাপন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বদ্যিালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হালিমা আক্তার।
Leave a Reply