নিজস্ব প্রতিবেদক : সিলেটে ঈদুল ফিতরের জামাত নির্বিঘ্নে সম্পন্ন করতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
সিলেট মহানগর পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া রবিবার দুপুরে ঐতিহাসিক শাহী ঈদগা পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান।
পুলিশ কমিশনার জানান, ঈদ জামাতে জায়নামাজ ছাড়া অন্য কিছু নিয়ে আসা যাবেনা।
তিনি জানান, শাহী ঈদগায় নিরাপত্তা নিশ্চিত করতে লাগানো হয়েছে বেশ কয়েকটি সিসি ক্যামেরা। প্রবেশপথ ও বেরিয়ে যাওয়ার আলাদা পথে থাকবে সশস্ত্র পুলিশ। সন্দেহভাজন যে কাউকেই করা হবে তল্লাশি। এছাড়া সাদা পোশাকে মুসল্লিদের সাথে মিশে গিয়ে শতাধিক পুলিশ ও গোয়েন্দা সদস্য নিরাপত্তায় কাজ করবেন।
এবার সিলেট জেলায় ১ হাজার ৩০৯টি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে রয়েছে মহানগরীর ২৪৪টি ঈদগা ও মসজিদ। সবখানেই নিরাপত্তা কর্মীরা দায়িত্বে থাকবেন।
সিলেটে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে ঐতিহাসিক শাহী ঈদগায় সকাল ৯টায়। ইতোমধ্যে সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
হযরত শাহজালাল (র) দরগায় এবং হযরত শাহপরান (র) দরগায়ও সকাল ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
এছাড়া সিলেট কালেক্টরেট জামে মসজিদ ও সরকারি আলিয়া মাদরাসা ময়দানে সকাল সাড়ে ৮টায় আলাদা আলাদা ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
সরকারি আলিয়া মাদরাসা ময়দানে মহিলাদের জন্যে ঈদের জামাতের বিশেষ ব্যবস্থা থাকবে।
এছাড়াও শাহ মদনী ঈদগা, রেজিস্ট্রারি মাঠ, কুদরত উল্লাহ জামে মসজিদ, নবাবী মসজিদ, গৌছুল উলুম জামেয়া ইসলামিয়া মাঠ, সিলাম জামে মসজিদ ও বরইকান্দি ঈদগা সহ বিভিন্ন ময়দান ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
Leave a Reply