নিজস্ব প্রতিবেদক : সিলেটে পবিত্র ঈদের জামাত ও পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়েছে।
পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতর উপলক্ষে সিলেট জেলা প্রশাসনের গৃহীত কর্মসূচি সম্পর্কে জনগণকে অবহিত করার লক্ষ্যে বুধবার দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আহুত সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক নুমেরী জামান এ কথা জানান।
তিনি জানান, বড় বড় ঈদের জামাতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবে। ঈদের ছুটিকালীন নগরবাসী ও পর্যটকদের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় সিসি ক্যামেরা সচল রাখবে সিলেট সিটি করপোরেশন ও মহানগর পুলিশ। পর্যটন এলাকাগুলোতে নির্ধারণ করে দেয়া হয়েছে নৌকাভাড়া। এছাড়া মহাসড়কে যাত্রীদের যাতায়াত নিরাপদ ও স্বস্তিদায়ক করতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ৯ সদস্যের একটি ভিজিল্যান্স টিম গঠন করা হয়েছে।
জেলা প্রশাসক পবিত্র রমজান মাসে ভেজাল বিরোধী অভিযানের সাফল্য, সিলেট সার্কিট হাউস এলাকা থেকে অবৈধ যান পার্কিং অপসারণ, সুরমা নদীর তীরবর্তী ফুটপাতকে ভ্রাম্যমাণ ব্যবসা মুক্ত করা এবং ক্বিনব্রিজের নিচ থেকে অবৈধ নার্সারি ও মাদকের আখড়া উচ্ছেদ ইত্যাদি প্রসঙ্গও তুলে ধরেন।
তিনি এসব কাজে সহায়তার জন্যে গণমাধ্যম সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
Leave a Reply