নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগর পুলিশ ‘ই ট্রাফিক প্রসিকিউশন এন্ড ফাইন পেমেন্ট সিস্টেম’ চালু করেছে। ফলে ট্রাফিক মামলায় জরিমানা আদায়ের প্রক্রিয়া সহজতর হলো।
বুধবার বিকেলে সিলেট মহানগরীর চৌহাট্টা পয়েন্টে নতুন প্রযুক্তি সুবিধা উদ্বোধন করেন, মহানগর পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া।
এখন থেকে পুলিশ কোন কারণে কোন গাড়িতে জরিমানা করলে সাথে সাথে গাড়ির মালিক ইউক্যাশের মাধ্যমে জরিমানা দিয়ে দিতে পারবেন না। ট্রাফিক অফিসে দীর্ঘ লাইনে দাঁড়াতে হবেনা। এছাড়া এ যন্ত্রের মাধ্যমে গাড়ির মালিকানাসহ রেজিস্ট্রেশন, ফিটনেস ও ট্যাক্স সংক্রান্ত তথ্য পাওয়া যাবে।
এ সময় পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া বলেন, ডিজিটাল এ পদ্ধতিতে মানুষের দোরগোড়ায় ট্রাফিকসেবা পৌঁছে যাবে।
Leave a Reply