ক্রীড়া প্রতিবেদক : ইমজা-মাহা দ্বিতীয় ফুটবল প্রতিযোগিতা বুধবার থেকে সিলেট জেলা স্টেডিয়ামে শুরু হচ্ছে।
ফ্যাশন হাউস মাহার পৃষ্ঠপোষকতায় ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন-ইমজা আয়োজিত এবারের এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে ৪টি দল। দলগুলো হলো, দৈনিক সংবাদ, দৈনিক শ্যামল সিলেট, দৈনিক উত্তরপূর্ব ও দৈনিক শুভ প্রতিদিন। প্রতিটি দলই নিয়মিত অনুশীলন করছে।
ইমজার পক্ষ থেকে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিটি দলকে আর্থিক অনুদান দেয়া হয়েছে।
রবিবার বিকেলে ইমজা-মাহা দ্বিতীয় ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক আজিজ আহমদ সেলিম প্রত্যেক দলের প্রতিনিধির হাতে এই অর্থ তুলে দেন।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইমজার সভাপতি আল আজাদ, সাধারণ সম্পাদক মঈন উদ্দিন মনজু ও ইমজা-মাহা দ্বিতীয় ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব মারুফ আহমদ।
Leave a Reply