নিজস্ব প্রতিবেদক : মূল মজুরি ১০ হাজার টাকা ও ইদের আগে বেতন বোনাস প্রদানের দাবিতে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা শাখার উদ্যোগে এই মিছিল ও সমাবেশ করা হয়।
মিছিলটি মহানগরীর কাস্টমস অফিসের সামনে থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আম্বরখানায় গিয়ে শেষ হয়।
আম্বরখানায় ট্রেড ইউনিয়ন সংঘ জেলা শাখার সাধারণ সম্পাদক সাদিক মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন হোটেল শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক রিয়াদ আহমদ, ভারপ্রাপ্ত সভাপতি আরিফুল ইসলাম, দক্ষিণ সুরমা থানা কমিটির সভাপতি মনির হোসেন ও দক্ষিণ সুরমা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি কয়েছ মিয়া।
Leave a Reply