নিজস্ব প্রতিবেদক : সিলেটে আওয়ামী লীগ বিশাল সমাবেশ ও মিছিলের মাধ্যমে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শেষ করেছে।
বৃহস্পতিবার বিকেলে মহানগরীর কোর্ট পয়েন্টে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এজন্যে দুপুর থেকেই মহানগরী ও সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে আওয়ামী পরিবারের বিভিন্ন সংগঠনের নেতা-কর্মী-সমর্থকরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসতে থাকেন। ফলে স্মরণকালে বিশাল জনসমাগম হয় বলে আওয়ামী লীগ দাবি করেছে।
জনসভায় বক্তৃতা করেন, সিলেট-১ আসনে মহাজোট ও আওয়ামী লীগ প্রার্থী ড এ কে আব্দুল মোমেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য বদর উদ্দিন আহমদ কামরান, জেলার ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী ও মহানগর সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ।
নেতৃবৃন্দ চলমান উন্নয়নধারা অব্যাহত রাখতে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি আরো উজ্জ্বল করতে স্বাধীনতা, উন্নয়ন ও অর্থনৈতিক মুক্তির প্রতীক ‘নৌকা’য় ভোট দিতে সিলেটবাসীর প্রতি আহ্বান জানান।
তারা বলেন, সিলেট-১ আসনে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব ড এ কে আব্দুল মোমেনের কোন বিকল্প নেই।
পরে একটি বিশাল নির্বাচনী মিছিল মহানগরী প্রদক্ষিণ করে।
Leave a Reply