ক্রীড়াঙ্গন প্রতিবেদক : সিলেটে আয়োজিত মধ্যনগর ফুটসাল প্রতিযোগিতায় মাইটি ফ্যালকন টাইব্রেকারে ২-১ গোলে সিক্স ওয়ারিয়র্সকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।
মঙ্গলবার রাতে জেলা ক্রীড়া ভবন প্রাঙ্গণে প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মাহিউদ্দিন আহমদ সেলিম। বিশেষ অতিথি ছিলেন, মহানগর পুলিশের উপ কমিশনার জ্যোতির্ময় সরকার ও গোপাল চক্রবর্তী, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য বিজিত চৌধুরী ও অ্যাডভোকেট নিজাম উদ্দিন, ক্রীড়া সংগঠক গোলাম জাবির চৌধুরী, জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক দীপাল কুমার সিংহ ও বিশিষ্ট ব্যবসায়ী এম এ মতিন।
Leave a Reply