জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নজিবুর রহমান ২০৪১ সালে সমৃদ্ধ দেশ গড়ার মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপকল্প বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার দুপুরে সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাকক্ষে আয়কর ক্যাম্প ও করদাতা উদ্বুদ্ধকরণ কর্মসূচি উদ্বোধন করে তিনি এ আহ্বান জানান।
সিলেটের কর কমিশনার সৈয়দ মোহাম্মদ আবু দাউদের সভাপতিত্বে ও অতিরিক্ত কর কমিশনার তৌহিদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে ২৮ জন নিবন্ধিত করদাতা এনবিআর চেয়ারম্যানের নিকট থেকে সনদ গ্রহণ করেন। অনুষ্ঠানে কর কর্মকর্তাবৃন্দ ছাড়াও ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সমন্বয়ক কাজল কুমার সিংহ জানান, আয়কর ক্যাম্পে মোট কর আদায় হয়েছে ৬৬ লাখ ৩১ হাজার ৭৩ টাকা। এরমধ্যে পে অর্ডারে আদায় হয়েছে ৬২ লাখ ২২ হাজার ৮শ টাকা এবং চালান মাধ্যমে ৪ লাখ ৮ হাজার ২৬৫ টাকা। রিটার্ন সংখ্যা ৫৯টি। এছাড়া নতুন করদাতা হিসেবে ১২৬ জন নিবন্ধিত হয়েছেন।
Leave a Reply