নিজস্ব প্রতিবেদক : সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে প্রতিষ্ঠিত আল হারামাইন হাসপাতাল আগামী ২১ ডিসেম্বর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন।
সোমবার দুপুরে প্রতিষ্ঠানের সভাকক্ষে আহুত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এতে লিখিত বক্তব্য রাখেন, আল হারামাইন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক, ডা এহসানুর রহমান। আরো বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান অলিউর রহমান, মেডিকেল সার্ভিস পরিচালক ডা ফয়েজ আহমদ ও প্রধান নির্বাহী কর্মকর্তা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জন গোমেজ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ইতোমধ্যে আল হারামাইন হাসপাতালে চিকিৎসা কার্যক্রম শুরু হয়ে গেছে। এখানে রয়েছে সবধরনের রোগ নির্ণয়ের সর্বাধুনিক যন্ত্রপাতি। রয়েছেন অভিজ্ঞ চিকিৎসকবৃন্দ। এছাড়া কয়েকজন বিদেশী বিশেষজ্ঞ চিকিৎসক খুব শিগগির যোগ দিচ্ছেন।
আল হারামাইন হাসপাতাল উখিয়ায় একটি মেডিকেল ক্যাম্প স্থাপন করে প্রতিদিন ৩শ রোহিঙ্গাকে চিকিৎসা সেবা দেয়ার উদ্যোগ নিয়েছে বলেও কর্তৃপক্ষ জানান।
সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, ইতোমধ্যেই ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড কোয়ালিটি কমিটমেন্ট অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আল হারামাইন হাসপাতালকে বিজনেস ইনিসিয়েটিভ ডাইরেকশন অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।
Leave a Reply