সিলেটে আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার মহানগরীর জেল রোডে একটি অভিজাত হোটেলে এর আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের উপ ব্যবস্থাপনা পরিচালক শাব্বির আহমেদ। প্রধান আলোচক ছিলেন, গোবিন্দগঞ্জ ফাজিল মাদরাসার প্রিন্সিপাল আব্দুছ ছালাম আল মাদানী। বিশেষ অতিথি ছিলেন, আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের এসভিপি ও সিলেট জোনাল হেড ফজলুর রহমান। সভাপতিত্ব করেন, আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড জিন্দাবাজার শাখার এভিপি এ এস এম গৌছ উদ্দিন সিদ্দিকী।
আরও উপস্থিত ছিলেন, আম্বরখানা শাখার এফ এ ভিপি সৈয়দ মোয়াজ্জেম হোসেন, লালদিঘির পাড় শাখার এফ এ ভিপি ফারুক মিয়া, সিলটিভির ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুল আলম মিলন, মাওলানা খায়রুল হোসেন, তোফাজ্জল হোসেন, আব্দুস শহীদ ও আব্দুর রহিম। পরিচালনায় ছিলেন, আখলাকুল মাওলা বাহার।
Leave a Reply