নিজস্ব প্রতিবেদক : সিলেটে লাখো মানুষের অংশগ্রহণে খেলাফত মজলিসের আমির ও জামেয়া মাদানিয়া ইসলামিয়া কাজীরবাজার মাদরাসার প্রিন্সিপাল আল্লামা হাবীবুর রহমানের নামাজে জানাজা শেষে দাফন হয়েছে।
শুক্রবার বিকেল সাড়ে ৩টায় সিলেট সরকারি আলিয়া মাদরাসা ময়দানে অনুষ্ঠিত নামাজে জানাজায় সিলেটের প্রত্যন্ত এলাকা থেকেও সর্বস্তরের মানুষ অংশ নেন। ইমামতি করেন, মরহুমের দ্বিতীয় ছেলে মাওলানা ইউসুফ। আল্লামা হাবীবুর রহমানকে তার নিজের হাতে গড়া জামেয়া মাদানিয়া ইসলামিয়া কাজীরবাজার মাদরাসা প্রাঙ্গণে সমাহিত করা হয়।
নামাজে জানাজার পূর্বে আল্লামা হাবীবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও আলেম-উলামা বক্তব্য রাখেন।
বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ১২টায় মহানগরীর একটি বেসরকারি হাসপাতালে আল্লামা হাবীবুর রহমান ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও হৃদরোগে ভুগছিলেন।
Leave a Reply