স্বপ্নীল স্বদেশ গড়ার প্রত্যয়ে গঠিত স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন আলোর অন্বেষণের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
সিলেট সিটি কর্পোরেশনের ২৭ ওয়ার্ডে গরিব ও অসহায় মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান কার্যক্রম উদ্বোধন উপলক্ষে রবিবার দুপুরে মহানগরীর ১নং ওয়ার্ডের মিয়া ফাজিল চিশত এলাকার আহাদ মিয়ার কলোনিতে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
পর্যায়ক্রমে সংগঠনটি মহানগরীর ২৭টি ওয়ার্ডে এই চিকিৎসা সেবা প্রদান করবে।
নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা নাজমুল ইসলামের নেতৃত্বে অনুষ্ঠিত ফ্রি মেডিকেল ক্যাম্পে অন্যান্য চিকিৎসকের মধ্যে অংশ নেন ডা জয়ন্ত দাস রনি, ডা আব্দুল করিম, ডা তীর্থংকর ভট্টাচার্য্য ও ডা সত্যজিৎ দেব।
এ সময় উপস্থিত ছিলেন ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজক কমিটির প্রধান আলোর অন্বেষণ সভাপতি সাজন আহমদ সাজু, সংগঠক নাহিদ আহমদ, তফাজ্জুল হক সুমন, ডেনী আহমদ, আহাদ মিয়া প্রমুখ।
Leave a Reply